শিক্ষক বদলি ইস্যুতে এবার কড়া অবস্থান নিল হাইকোর্ট। আদালত সাফ জানাল, ”এবার থেকে শিক্ষক বদলির ক্ষেত্রে প্রযোজ্য হবে ‘প্রশাসনিক বদল’ গাইডলাইন”।
অ্যাডভোকেট জেনারেলের পরামর্শর পর আদালত জানিয়েছে, “যে কোনও শিক্ষককে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দফতর।”
কড়া অবস্থান নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন জানিয়েছেন, যত শিক্ষক বদলির মামলা আছে এবার থেকে এই আইন প্রয়োগ হবে। জঙ্গলের আইন চলতে পারে না। কলকাতার ছাত্রশূন্য স্কুলের শিক্ষককে হাওড়ায় যেতেই হবে। শিক্ষা দফতর নির্দেশ দেওয়ার ৭ দিনের মধ্যে সেই নির্দেশ পালন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষককে। অন্যথায় ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে শিক্ষা দফতর।