Sambad Samakal

Tripura Election: মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়েই ত্রিপুরায় ভোট প্রচারে মমতা-অভিষেক

Feb 6, 2023 @ 7:26 pm
Tripura Election: মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়েই ত্রিপুরায় ভোট প্রচারে মমতা-অভিষেক

নির্বাচনী প্রচার শুরুর আগে ত্রিপুরা পৌঁছেই সোমবার মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের এই ত্রিপুরা সফরে তাঁর সঙ্গী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আগরতলায় প্রথমে রোড শো করবেন মমতা। তারপর জনসভা।

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। রবিবারই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। শেষ মুহূর্তের প্রচারে ঝর তুলতেই অভিষেককে সঙ্গে নিয়ে সোমবার ত্রিপুরা পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার উদয়পুরে মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “যখনই আসি মাতা মন্দিরে পুজো দিই। মসজিদ থেকেও আমন্ত্রণ ছিল। সময়ের অভাবে এবার যেতে পারলাম না। পরেরবার নিশ্চয়ই যাব।” এরপরেই রওনা দেন আগরতলার উদ্দেশে। এদিন আগরতলাতেও নজর কাড়ে তৃণমূল নেত্রীর জনসংযোগ। আচমকাই একটি দোকানে ঢুকে সিঙাড়া তৈরি করতে শুরু করেন মমতা। অন্য একটি দোকানে ঢুকে পানও সাজেন। সেখানে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকও করেন। মঙ্গলবার ৭ নম্বর রামনগর বিধানসভা কেন্দ্র, ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্র ও ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের নিয়ে এক বিশাল জনসভার কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

এদিকে এদিনই ত্রিপুরা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। স্বাভাবিক ভাবেই যুযুধান দুই রাজনৈতিক শিবিরের শীর্ষ নেতৃত্বের সফর ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়েছে আগরতলা শহর।

মুখ্যমন্ত্রীর ত্রিপুরা সফরকে কেন্দ্র করে আগরতলা শহরে অটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।

Related Articles