বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করে নিজেই তিনি। কিন্তু এবার কি তবে রাজনীতির নতুন কোনও আঙিনায় পা রাখতে চলেছেন অভিনেত্রী? ফেসবুক পোস্টে অবশ্য কাঞ্চনা লিখেছেন, “কাজ ও পরিবারকে সময় দিতে চাই। তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম।”

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>