Sambad Samakal

Abhishek: “ডবল ইঞ্জিন নয়, ত্রিপুরাকে বাঁচাবে তৃণমূলই” আগরতলায় কী বার্তা অভিষেকের?

Feb 7, 2023 @ 3:28 pm
Abhishek: “ডবল ইঞ্জিন নয়, ত্রিপুরাকে বাঁচাবে তৃণমূলই” আগরতলায় কী বার্তা অভিষেকের?

বিধানসভা নির্বাচনের আগে শেষমুহুর্তের প্রচার চলছে ত্রিপুরায়। মঙ্গলবার দুপুরে রোড’শোর পরে আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে জনসভায় ভাষণ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় অভিষেক বলেন, “ডবল ইঞ্জিনের সরকার নয়, ত্রিপুরাকে বাঁচাতে পারে একমাত্র তৃণমূলই। এখানে একটা ইঞ্জিন সিবিআই আর একটা ইডি। কেন্দ্রও চুরি করবে, রাজ্যও চুরি করবে। কেউ কাউকে ধরবেনা।”

এরসঙ্গেই অভিষেক আরও বলেন, “দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার চাই। ত্রিপুরায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। একসময়ের সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ। বিজেপির আমলে আজ ত্রিপুরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। কংগ্রেস-সিপিএম কোনও বিকল্প নয়। তৃণমূলই একমাত্র বিজেপির বিকল্প শক্তি হতে পারে।” প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করছে বাম ও কংগ্রেস। উল্টোদিকে নিজেদের শক্তিতেই নির্বাচনী ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস।

Related Articles