Sambad Samakal

Mamata: সড়ক পথে জঙ্গলমহল থেকে সোজা উত্তরবঙ্গ! নতুন প্রকল্পে কত বরাদ্দ ঘোষণা মুখ্যমন্ত্রীর?

Feb 17, 2023 @ 2:30 pm
Mamata: সড়ক পথে জঙ্গলমহল থেকে সোজা উত্তরবঙ্গ! নতুন প্রকল্পে কত বরাদ্দ ঘোষণা মুখ্যমন্ত্রীর?

সড়ক পথে এবার জঙ্গলমহল থেকে সোজা পৌঁছনো যাবে উত্তরবঙ্গ। সেই লক্ষ্যেই সড়ক তৈরির নতুন প্রকল্প নিচ্ছে রাজ্য। শুক্রবার জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিনে বাঁকুড়ার জনসভা থেকে নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে নতুন হাইওয়ে তৈরির জন্য রাজ্য সরকার মোট ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানান মমতা।

মুখ্যমন্ত্রী জানান, পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শুরু হয়ে সংযোগকারী নতুন এই সড়ক জয়রামবাটি-কামারপুকুর থেকে বর্ধমানের মধ্য দিয়ে মোরগ্রাম হয়ে সোজা চলে যাবে উত্তরবঙ্গে। তাঁর কথায়, “এটা বাঁকুড়ার প্রাপ্তি।”

এদিনের সভা থেকে সব মিলিয়ে ১৫০ কোটি টাকা ব্যয়ে ৩৭টি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া-পুরুলিয়া জেলার বিস্তীর্ণ এলাকার বড় সমস্যা জল সংকট মেটাতে গঙ্গাজলবাটিতে জল প্রকল্প তৈরি হয়েছে। মমতা ঘোষণা করেছেন, ইতিমধ্যেই ৩ লক্ষ বাড়িতে জল পৌঁছে গিয়েছে। আগামী বছরের মধ্যে বাঁকুড়ার সব বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের পাইপ পৌঁছে যাবে বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

Related Articles