জয়ী হলেন ত্রিপুরার বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা। ৮৩২ ভোটের ব্যবধানে টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে হারিয়ে দিলেন তিনি। বৃহস্পতিবার গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল মানিক এবং আশিসের মধ্যে। অবশেষে নামমাত্র ব্যবধানে কোনওক্রমে মুখ রক্ষা হয় মানিকের। যদিও জয়ের পরেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় মানিককে।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>