Sambad Samakal

Firhad Hakim: তৃণমূলকে গঙ্গার সঙ্গে তুলনা করে কী বললেন ফিরহাদ?

Mar 12, 2023 @ 9:45 pm
Firhad Hakim: তৃণমূলকে গঙ্গার সঙ্গে তুলনা করে কী বললেন ফিরহাদ?

নিয়োগ দুর্নীতি বিতর্কে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই নিজের দল তৃণমূল কংগ্রেসকে গঙ্গার সঙ্গে তুলনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গঙ্গার পবিত্রতার সঙ্গে শাসক দলের পবিত্রতার তুলনা করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও “স্বচ্ছ্ব” বলে দাবি করলেন ফিরহাদ। নিয়োগ দুর্নীতিতে বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম জড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, “তৃণমূল গঙ্গার মতো। গঙ্গায় অনেক নালার জল এসে পড়ে। তা বলে কি গঙ্গা নালায় পরিণত হয়েছে?”

হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি পদে ৮৪২ জনের চাকরি গেছে। তাঁদের মধ্যে বেশিরভাগের সঙ্গেই কোনও না কোনওভাবে তৃণমূলের যোগ রয়েছে বলে অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা মাঠে নেমে পড়েছে। কিন্তু এইসব অভিযোগে কান দিতে নারাজ রাজ্যের পুরমন্ত্রী। তাঁর কথায়, “কোনও এক ব্যক্তির জন্য দলের বদনাম হয় না। দল গঙ্গার মতো। এখানে অনেক নালা এসে জুড়েছে।’’ এরপরেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন পুরমন্ত্রী। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ, নিষ্পাপ। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেন। সমস্ত কিছু ত্যাগ করে মানুষের আন্দোলন করেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সারা জীবনটা তিনি মানুষকে অর্পণ করে দিয়েছেন। মানুষের আন্দোলন করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে কারও তুলনা হবে না।”

রবিবার কলকাতার মোমিনপুরের রাস্তা পরিদর্শনে গিয়েই নিয়োগ দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মেয়র।

Related Articles