Sambad Samakal

Mamata: “সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হোক” আদালতের কাছে কী প্রস্তাব মুখ্যমন্ত্রীর?

Mar 14, 2023 @ 7:59 pm
Mamata: “সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হোক” আদালতের কাছে কী প্রস্তাব মুখ্যমন্ত্রীর?

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এদিন ফের মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নিশানা করলেন বিরোধীদেরও। এমনকী আদালতের কাছেও চাকরিহারাদের চাকরি ফেরানোর পদ্ধতি চূড়ান্ত করার জন্য প্রস্তাব দেন তিনি। এদিন মমতা বলেন, “আমি জীবনে জেনেশুনে কোনও অন্যায় করিনি। ক্ষমতায় আসার পরে কিন্তু আমি একজন সিপিএম ক্যাডারেরও চাকরি খাইনি। তবে তোমরা কেন খাচ্ছো! চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কাড়বার ক্ষমতা আছে! বাম আমলে বিচারক অশোক গঙ্গোপাধ্যায়ের একটা রায় দেখেছিলাম। চাকরি সংক্রান্ত মামলা ছিল। তিনি বলেছিলেন, ভুল হলে সংশোধন করে নাও, চাকরি কাড়ার কথা বলেননি।”

এরসঙ্গেই মমতা আরও বলেন, “যারা অন্যায় করেছে, তাদের জন্য কোনও দয়া নেই। কিন্তু সাধারণ ছেলেমেয়েগুলি যেন পরিস্থিতির শিকার না হয়, সেটা’তো দেখতে হবে! আইন অনুযায়ী, চাকরি ফিরিয়ে দিন। সংশোধন করার জন্য সুযোগ দেওয়া হোক একবার। প্রয়োজনে আলাদা ব্যবস্থা হোক। আপনারাই আদালতে সিদ্ধান্ত নিন। দরকার হলে আবার পরীক্ষা নিন। রোজ রোজ জনস্বার্থ মামলার শুনানি হচ্ছে। ওগুলো আসলে রাজনৈতিক স্বার্থজড়িত মামলা।”

Related Articles