Sambad Samakal

Mantha: তদন্তের নামে লুকোচুরি! বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার কাণ্ডে কী বলল হাইকোর্ট?

Mar 15, 2023 @ 11:36 pm
Mantha: তদন্তের নামে লুকোচুরি! বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার কাণ্ডে কী বলল হাইকোর্ট?

গত জানুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ হয়েছিল তাঁর বাড়ির সামনের চত্বর। বুধবার সেই মামলাতেই কড়া অবস্থান নিল আদালত। ঘটনার তদন্তের গতি প্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পুলিশকে বিচারপতি শিবাগনানমের হুঁশিয়ারি, “তদন্তের নামে আদালতের সঙ্গে লুকোচুরি খেলবেন না”। কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্টে যে ছ’জনের নাম রয়েছে, তাদের আদালতে হাজির করার নির্দেশও দেন বিচারপতি। এছাড়া বার অ্যাসোসিয়েশনকে বিচারপতির নির্দেশ, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মান্থার এজলাসে বিক্ষোভকারী আইনজীবীদের শনাক্ত করতে হবে। তাঁদের নাম মুখবন্ধ খামে জমা দিতে হবে হাই কোর্টে। উল্লেখ্য বিচারপতি মান্থার বাড়ির সামনে ছাড়াও ওই সময় পোস্টার পড়েছিল হাইকোর্ট চত্বরেও। এমনকী, তাঁর এজলাস বয়কট করে বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীদের একাংশও।

এদিন সরকারি আইনজীবীর উদ্দেশে বিচারপতি শিবাগনানম বলেন, “তদন্ত কি গতিতে এগোচ্ছে সেটা আমরা দেখব। শামুকের গতিতে নাকি ঘোড়ার গতিতে। সঠিক নাম দিন। একজন দোষ করেছেন। কিন্তু আরেকজনের নাম দেওয়া ঠিক হবে না।”

Related Articles