Sambad Samakal

Tejaswi Yadav: সিবিআই দফতরে হাজিরা দিতেই হবে তেজস্বীকে, গ্রেফতার করা যাবে? কী জানাল হাইকোর্ট?

Mar 16, 2023 @ 3:14 pm
Tejaswi Yadav: সিবিআই দফতরে হাজিরা দিতেই হবে তেজস্বীকে, গ্রেফতার করা যাবে? কী জানাল হাইকোর্ট?

জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারির ঘটনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। এবার সেই মামলায় তেজস্বীকে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।

এদিন আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ মার্চ সিবিআই দফতরে যাবেন তেজস্বী। তবে এখনই তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবেনা। এমনকী আদালতে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, এখনই গ্রেফতার করা হবেনা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে।

Related Articles