Sambad Samakal

Tarapith: এক তীর্থেই ৫১ সতীপীঠ দর্শন! তারাপীঠ লাগোয়া কোথায়?

Mar 18, 2023 @ 12:51 am
Tarapith: এক তীর্থেই ৫১ সতীপীঠ দর্শন! তারাপীঠ লাগোয়া কোথায়?

এক তীর্থেই এবার ৫১ সতীপীঠ দর্শন। এমনই উদ্যোগ নিল রাজ্য পর্যটন দফতর। ইতিমধ্যেই পর্যটন দফতর থেকে দু’কোটি টাকার বেশি তহবিল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। তবে জমি জোট এতদিন থমকে ছিল প্রকল্প। অবশেষে ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন দেওয়া এই প্রকল্পে রাজ্যকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় পরিবেশ দফতর। ফলে আর কোনো বাধা রইল না বলে জানালেন জেলাশাসক। তিনি জানান, তারাপীঠে ঢোকার মুখেই ১৪,৬৮২ হেক্টর এলাকাজুড়ে ৫১ সতীপীঠের আদলে তৈরি হবে মহামন্দির। ভক্তরা সেই এক মন্দিরেই একসঙ্গে ৫১ টি সতীপীঠ প্রত্যক্ষ করতে পারবেন বলে জানালেন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মূলত তারাপীঠকে কেন্দ্র করে বীরভূমের পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এই উদ্যোগ রাজ্যের। তবে তাঁর আক্ষেপ, কেন্দ্রীয় সরকার জমির ছাড়পত্র দিতেই পাঁচ বছর লাগিয়ে দিল। জানা গিয়েছে, জাতীয় সড়ক থেকে মনসুরা গেট পেরিয়ে তারাপীঠ ঢোকার মুখে দ্বিতীয় গেটের কাছেই গড়ে উঠবে ৫১ পীঠের এই মহামন্দির।

Related Articles