মাঝে দিন কয়েকের বিরতি। ফের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই প্রাপ্য ডিএ-র দাবিতে অনশন আন্দোলন শুরু করলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এদিন ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে শুরু হয় তাঁদের অভিনব অনশন কর্মসূচি। এই কর্মসূচির নাম তাঁরা দিয়েছেন বিচিত্র গণ অনশন। আর সেই DA-মঞ্চের পাশেই মুখ্যমন্ত্রীর মুখ লাগানো। সেখানে লেখা, অনুপ্রেরণার অনশন।
উল্লেখ্য, পুলিশের তরফে এদিন ডিএ-আন্দোলনকারীদের মাইক বন্ধ রাখার আবেদন জানানো হয়। কিন্তু আন্দোলনকারীরা সাফ জানান, আদালত মাইক বন্ধের নির্দেশ দেয়নি। ফলে মাইক বন্ধ করবেন না বলে জানিয়ে দেন তাঁরা।
