Sambad Samakal

Kolkata: রামনবমীকে কেন্দ্র করে অশান্তিতে উদ্বিগ্ন বিদ্বজ্জনেরা, খোলা চিঠিতে কী দাবি কৌশিক, অপর্ণা, অনির্বাণের?

Apr 4, 2023 @ 7:04 pm
Kolkata: রামনবমীকে কেন্দ্র করে অশান্তিতে উদ্বিগ্ন বিদ্বজ্জনেরা, খোলা চিঠিতে কী দাবি কৌশিক, অপর্ণা, অনির্বাণের?

রামনবমী পালনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়া, ডালখোলা, রিষড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। অশান্তির আগুনে অসহায় সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন বাংলার বিদ্বজ্জনরা। মঙ্গলবার এক খোলা চিঠিতে নিজেদের আশঙ্কা ও দাবির কথা জানিয়েছেন, কৌশিক সেন, অপর্ণা সেন, অনির্বাণ ভট্টাচার্য, রেশমী সেন, ঋদ্ধি সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায় সহ আরও অনেকে।

ওই খোলা চিঠিতে বিদ্বজ্জনেরা লিখেছেন, “রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে বিগত ছয় দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে, তা দেখে নাগরিক হিসেবে আমরা আশঙ্কিত ও উদ্বিগ্ন। তীব্রভাবে এই ঘটনাবলির প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে প্রশাসনিক দায়িত্বের কথাও আমরা স্মরণ করিয়ে দিতে চাই। সাধারণ মানুষের প্রাণ-সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ-প্রশাসনের। সেই দায়িত্ব পালনে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই মেরুকরণের হিংস্র রাজনীতি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।”

Related Articles