Sambad Samakal

Bratya Bose: বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের পাঠানো চিঠি কি বৈধ? কী দাবি শিক্ষামন্ত্রীর?

Apr 7, 2023 @ 7:35 pm
Bratya Bose: বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের পাঠানো চিঠি কি বৈধ? কী দাবি শিক্ষামন্ত্রীর?

রামনবমীর মিছিলে অশান্তি থেকে শুরু হয়েছিল সংঘাত। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সেই সংঘাত এবার গড়াল শিক্ষাঙ্গনেও।
রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের কাছে রাজ্যপাল যে চিঠি পাঠিয়েছেন তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘‘ওই চিঠির বৈধতা আছে কি না তা দেখতে হবে। আমি উচ্চশিক্ষা দফতরের সচিবকে আইনি পরামর্শ নিতে বলেছি।’’ একই সঙ্গে ওই চিঠি যেন রাজভবন প্রত্যাহার করে নেয় সেই বার্তাও দিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এবং জগদীপ ধনকরের সঙ্গে সিভি আনন্দ বোসের তুলনাও করেন ব্রাত্য।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্যপাল চিঠি দিয়ে কিছু নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশে বলা হয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অন্তর্বর্তী উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট রাজভবনে আচার্যের কাছে পাঠাতে হবে। রাজ্যপাল বোসের আগাম অনুমোদন নিতে হবে আর্থিক লেনদেন সম্পর্কিত যাবতীয় বিষয়ে। এই নির্দেশ নিয়েই প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু জানান, উচ্চশিক্ষা দফতরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই চিঠি উপাচার্যদের পাঠানো হয়েছে। তাঁর প্রশ্ন, “রাজ্য সরকারকে না জানিয়ে এমন ভাবে চিঠি পাঠানো যায় কি?”

Related Articles