Sambad Samakal

Vice Chancellors: উপাচার্য নিয়োগে ফিরছে পুরনো নিয়ম! কী সিদ্ধান্ত নবান্নের?

Apr 8, 2023 @ 4:49 pm
Vice Chancellors: উপাচার্য নিয়োগে ফিরছে পুরনো নিয়ম! কী সিদ্ধান্ত নবান্নের?

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে বারবার সংঘাতে জড়িয়েছে রাজ্য-রাজ্যপাল। এমনকী আদালতেও উপাচার্য নিয়োগ প্রশ্নে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে পুরনো নিয়োগ প্রক্রিয়াই ফেরাতে চলেছে নবান্ন!

জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটিতে এখন থেকে থাকবেন ইউজিসি-র প্রতিনিধিরাও। মোট ৫ জন সদস্যের যে সার্চ কমিটি তৈরি হবে তাতে থাকবেন, ইউজিসির মনোনীত প্রতিনিধি, রাজ্যপালের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের সেনেটরের মনোনীত প্রতিনিধি, উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি ও রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি। তাঁদের সুপারিশ অনুযায়ীই নিয়োজিত হবেন উপাচার্যরা।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন ইউজিসির প্রতিনিধিদের সার্চ কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। সূত্রের খবর, পয়লা বৈশাখের পরে ক্যাবিনেট বৈঠক করে অর্ডিন্যান্সের মাধ্যমে ফের পুরনো নিয়মই ফিরয়ে আনতে চলেছে নবান্ন।

Related Articles