Sambad Samakal

Rahul Gandhi: মিলল স্বস্তি! মানহানির মামলায় রাহুল গান্ধীকে কী নির্দেশ সুরাট আদালতের?

Apr 20, 2023 @ 1:02 pm
Rahul Gandhi: মিলল স্বস্তি! মানহানির মামলায় রাহুল গান্ধীকে কী নির্দেশ সুরাট আদালতের?

মোদি পদবি উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করার জেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২ বছরের সাজা শুনিয়েছিল গুজরাটের নিম্ন আদালত। যার বিরুদ্ধে সুরাটের নগর-দায়রা আদালতের দারস্থ হয়েছিলেন রাহুল। এদিন সেখানেও বিরাট ধাক্কা খেলেন কংগ্রেস নেতা। নিম্ন আদালতের রায়ের ওপরে স্থগিতাদেশ জারির আরজি খারিজ করে দিল সুরাটের নগর-দায়রা আদালত। ফলে বলাই যায় এখনই সাংসদ পদ ফিরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই রাহুল গান্ধীর।

প্রসঙ্গত, অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাটের নিম্ন আদালত। তবে সেই রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ ছিল রাহুলের সামনে। সেই অনুযায়ী সুরাটের নগর-দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল। এদিন সেই আবেদনই খারিজ হয়ে গেল। যদিও আইনজ্ঞদের একাংশের মতে, সুরাটের নগর-দায়রা আদালতের রায়ের বিরুদ্ধেও উচ্চতর আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে রাহুল গান্ধীর সামনে।

Related Articles