Sambad Samakal

Covid: লাগাতার ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ! কেন হঠাৎ করে বাড়ছে সংক্রমণের হার?

Apr 22, 2023 @ 1:49 pm
Covid: লাগাতার ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ! কেন হঠাৎ করে বাড়ছে সংক্রমণের হার?

ওমিক্রনের নয়া স্ট্রেনের দাপটে দেশজুড়ে লাগাতার বাড়ছে করোনা সংক্রমণ। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় দেশের করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, দেশের ১৫৮টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ১০ শতাংশ বা তারও বেশি। দেশজুড়ে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫৫৬।

বিশেষজ্ঞদের একাংশের মতে, ওমিক্রনের নয়া স্ট্রেইনের জেরে সংক্রমণ বাড়লেও, হাসপাতালে ভর্তির হার অনেকটাই কম। তবে মৃত্যুর সংখ্যা কিন্তু সংক্রমণের সঙ্গে তাল মিলিয়েই বাড়ছে। একদিনে ৪২ জনের মৃত্যু হয়েছে দেশজুড়ে। তাই সকলকে মাস্ক পড়া, হাত স্যানিটাইজ করা সহ সাধারণ কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Related Articles