Sambad Samakal

Firhad Hakim: ফিরহাদেই আস্থা মমতার, পঞ্চায়েত ভোটের আগে কোন নতুন দায়িত্বে কলকাতার মেয়র?

Apr 24, 2023 @ 4:57 pm
Firhad Hakim: ফিরহাদেই আস্থা মমতার, পঞ্চায়েত ভোটের আগে কোন নতুন দায়িত্বে কলকাতার মেয়র?

সম্প্রতি মহানগরে পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত ঘিরে বিতর্কে জড়ান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দলের নির্দেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহারও করতে হয় তাঁকে। এমনকী, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি আস্থা হারাচ্ছেন বলেও গুঞ্জন তৈরি হয় রাজনৈতিক মহলে। শোনা যায় মেয়র পদে রদবদলের জল্পনাও। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে সেই ফিরহাদ হাকিমকেই ফের বড় দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো।
মমতা বুঝিয়ে দিলেন, পুরনো সৈনিকেই অটুট তাঁর আস্থা।

ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে নেত্রীর নির্দেশে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুুর জেলায় যাচ্ছেন ফিরহাদ। চলতি মাসের ২৮ তারিখ থেকেই শুরু হবে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর এই জেলা সফর। যদিও মৌখিক ভাবেই তাঁকে এই জেলাগুলিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এনিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও করেনি তৃণমূল কংগ্রেস। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, সংখ্যালঘু অধ্যুষিত এই তিন জেলায় ফিরহাদকে পাঠিয়ে একদিকে যেমন তাঁর ওপর আস্থার বিষয়টি ফের স্পষ্ট করলেন নেত্রী, তেমনই নিন্দুকদের কড়া জবাব দিতেও চাইলেন। বুঝিয়ে দিলেন, মতবিরোধ মানেই ঐক্যে ফাটল নয়।

Related Articles