Sambad Samakal

Abhisek Banerjee: হাঙ্গামা রুখতে গণভোটের প্রক্রিয়ায় বড়সড় কী বদল অভিষেকের?

Apr 26, 2023 @ 6:56 pm
Abhisek Banerjee: হাঙ্গামা রুখতে গণভোটের প্রক্রিয়ায় বড়সড় কী বদল অভিষেকের?

গণভোট প্রক্রিয়া ঘিরে প্রথম দিনই চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ে তৃণমূলে নব জোয়ার কর্মসূচি। ব্যালট বক্স ভাঙচুর থেকে শুরু করে ব্যালট লুট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আর তার জেরেই আজ, বুধবার অধিবেশন পর্বে ভোট প্রক্রিয়ায় বদল আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্যের আগেই শুরু হল ভোট গ্রহণ প্রক্রিয়া। সিদ্ধান্ত হয়েছে, ভোটের পরে অধিবেশনে বক্তব্য রাখবেন অভিষেক। এর পাশাপাশি গত রাতের খাবার নিয়ে গোলমাল নিয়ন্ত্রণ করতে বসিয়ে খাওয়ানোর বদলে রান্না করা খাবার প্যাকেট দেওয়া হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

পাশাপাশি, ভোটে গোলমাল আটকাতে নেতাদের পিছনে ঘোরা ছেড়ে পোলিং বুথে ভোট প্রক্রিয়ার দিকে নজর রাখতে স্থানীয় নেতৃত্বকে বিশেষ দায়িত্ব দিল দল। হাঙ্গামা রুখতে আমন্ত্রণ ছাড়া ঢোকার অধিকার কারও নেই। সন্ধ্যা ৭টার মধ্যে ভোট শেষ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে।

Related Articles