Sambad Samakal

Lalon Sekh: লালন শেখ হেফাজতে মৃত্যুর তদন্তে সিট গঠন! কী নির্দেশ হাইকোর্টের?

May 1, 2023 @ 5:58 pm
Lalon Sekh: লালন শেখ হেফাজতে মৃত্যুর তদন্তে সিট গঠন! কী নির্দেশ হাইকোর্টের?

বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সিবিআই হেফাজতে। সেই ঘটনায় সিবিআইয়ের সাত তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্ট সোমবার লালন শেখ মৃত্যু মামলায় রাজ্য পুলিশের তদন্তের ওপরেই আস্থা রাখল। রাজ্য পুলিশের আধিকারিকদের নিয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল আদালত।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, রাজ্যের কর্মরত আইপিএস অফিসার প্রবীণ কুমারের নেতৃত্বে সিট কাজ করবে। সদস্য হিসেবে থাকবেন রাজ্য পুলিশের আধিকারিক বীরেশ্বর চট্টোপাধ্যায়। সিটের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করবেন আইপিএস প্রবীণ কুমার। হাইকোর্টের নজরদারিতেই তদন্ত প্রক্রিয়া চালাবে সিট। চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে হাইকোর্টের অনুমতি নিতে হবে। তবে সিবিআইয়ের ৭ জন আধিকারিকের বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দিয়ে, তাদের রক্ষাকবচ বহালই রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

Related Articles