Sambad Samakal

Dengue Malaria: উদ্বেগজনক পরিস্থিতি! ডেঙ্গু-ম্যালেরিয়ায় দেশের মধ্যে শীর্ষে বাংলা

May 6, 2023 @ 10:36 am
Dengue Malaria: উদ্বেগজনক পরিস্থিতি! ডেঙ্গু-ম্যালেরিয়ায় দেশের মধ্যে শীর্ষে বাংলা

ডেঙ্গু-ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগ প্রতিরোধে সারা বছরই নানান উদ্যোগ নেওয়া হয়ে থাকে পুরসভা ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। তবে তাসত্ত্বেও পরিস্থিতি যে যথেষ্ট উদ্বেগজনক, সেই বিষয়টি প্রকাশ্যে চলে এল কেন্দ্রীয় রিপোর্টের হাত ধরে। ২০২২ সালে গোটা দেশের মধ্যে ডেঙ্গু-ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যার নিরিখে একদম শীর্ষে রয়েছে বাংলা।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে পশ্চিমবঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ। এক বছরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২৭১ জন, যা ২০২১ সালের তুলনায় প্রায় ৮ গুণেরও বেশি। এছাড়াও ডেঙ্গিতে মৃত্যু হয়েছিল ৩০ জনের। পশ্চিমবঙ্গে ২০২২ সালে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন মোট ৪০ হাজার ৫৬৩ জন। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরে স্বভাবতই সোরগোল পড়ে গিয়েছে গোটা স্বাস্থ্য মহলে। কীভাবে ডেঙ্গু-ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগ নির্মুল করা যায়, সেই বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে।

Related Articles