Sambad Samakal

Weather: চড়ছে পারদ, ফের জারি তাপপ্রবাহের সতর্কতা! কালবৈশাখীর সম্ভাবনা কতটা?

May 10, 2023 @ 9:39 am
Weather: চড়ছে পারদ, ফের জারি তাপপ্রবাহের সতর্কতা! কালবৈশাখীর সম্ভাবনা কতটা?

শেষ কয়েক দিনের মত বুধবার সকাল থেকেই রোদ ঝলমলে শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনে ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম থাকায় শুষ্ক অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে। অন্যদিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দিকে এগিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহবিদরা। এই সময়ে সমুদ্র উত্তাল থাকায় মৎসজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৪ শতাংশ।

Related Articles