Sambad Samakal

Primary Teacher: প্রাথমিকে চাকরি বাতিলের সিদ্ধান্তে ‘স্থগিতাদেশ’! কী নির্দেশ বিচারপতি তালুকদারের?

May 19, 2023 @ 1:46 pm
Primary Teacher: প্রাথমিকে চাকরি বাতিলের সিদ্ধান্তে ‘স্থগিতাদেশ’! কী নির্দেশ বিচারপতি তালুকদারের?

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে ‘অন্তর্বর্তী স্থগিতাদেশ’ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরিহারা শিক্ষকরা। শুক্রবার সেই মামলায় রায়দান করতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপরে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ‘অন্তর্বর্তী স্থগিতাদেশ’ জারি করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ীই সিলেকশন প্রক্রিয়া চালাতে হবে বলে জানিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার। অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে এই ৩২ হাজার শিক্ষকদের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে। এছাড়াও চাকরিহারা শিক্ষকদের মামলায় নিজেদের পক্ষ রাখার বিষয়েও ছাড়পত্র দিয়েছেন বিচারপতি তালুকদার।

Related Articles