Sambad Samakal

Weather: ফিরল অস্বস্তিকর গরমের অনুভূতি! ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

May 20, 2023 @ 9:47 am
Weather: ফিরল অস্বস্তিকর গরমের অনুভূতি! ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

শনিবার সকাল থেকে রোদ ঝলমলে শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যজুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিকেলের পরে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনায়, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।

Related Articles