চাকরির দাবিতে ৮০০ দিন ধরে রাজপথে! মঙ্গলবার হবু শিক্ষকদের অভিনব প্রতিবাদের সাক্ষী রইল শহর কলকাতা। এসএলএসটি চাকরিপ্রার্থীদের দাবি, বিগত ৮০০ দিন ধরে হকের চাকরির দাবিতে তাদের আন্দোলন চলছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও নিয়োগ পাননি তারা।
এদিন কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে মুখে কালি মেখে, হাতে ভাতের খালি থালা নিয়ে প্রতিবাদে সামিল হলেন পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থীরা। মহিলাদের পরণে ছিল কালো পোশাক। আন্দোলনকারী হবু শিক্ষকদের দাবি, যতক্ষণ না স্বচ্ছ ভাবে তাদের নিয়োগ করা হচ্ছে, ততক্ষণ প্রতিবাদ-বিক্ষোভ চলবে।