ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজবূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অনমনীয় আন্দোলন চালাচ্ছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারীরা। এবার নিজেদের প্রতিবাদকে আরও জোরদার করতে অভিনব সিদ্ধান্ত নিলেন সাক্ষী, বজরংরা!
জানা যাচ্ছে, ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারির দাবিতে নিজেদের জেতা সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক মেডেল গঙ্গার জলে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা। মঙ্গলবারই সন্ধে ৬টায় হরিদ্বারে জমায়েত হয়ে গঙ্গায় নিজেদের মেডেল বিসর্জন দিতে চলেছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা৷ ওয়াকিবহাল মহলের মতে, দেশের গর্ব কুস্তিগিরদের এই পদক্ষেপ আরও চাপে ফেলতে চলেছে মোদি সরকারকে।