সারদা কর্তা সুদীপ্ত সেন জেল থেকে চিঠি লিখে কাঁথি পুরসভায় টাকা দেওয়ার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। বুধবার সেই চিঠি খতিয়ে দেখার জন্য সিবিআইকে নির্দেশ দিল আদালত।
সুদীপ্ত সেনের লেখা চিঠিতে থাকা অভিযোগ খতিয়ে দেখতে আদালতে আবেদন জানিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিনই সেই আবেদন মঞ্জুর করল আদালত।
প্রসঙ্গত, সারদা কর্তা সুদীপ্ত সেন অভিযোগ করেছিলেন ড্রাফটের মাধ্যমে লাইসেন্স পাওয়ার জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু টাকা দেওয়ার পরেও সেই কাজ হয়নি। এমনকী এরআগেও একাধিক বার কাঁথি পুরসভায় বিভিন্ন কাজে টাকা জমা দেওয়া হয়েছিল বলে চিঠিতে জানিয়েছিলেন সুদীপ্ত। সেই চিঠিতেই নাম ছিল রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।