ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত বাংলার মোট ৬২ জন মারা গিয়েছেন, রবিবার কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও তিনি জানান, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ২০৬ জন আহত ভর্তি রয়েছেন। বাংলার মোট ৭৩ জন এখনও ওড়িশার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, এখনও ১৮২টি মৃতদেহকে শনাক্ত করা যায়নি। রাজ্যের বিভিন্ন জেলা প্রশাসনের কাছে সেই সমস্ত মৃতদের ছবি ও বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে শনাক্তকরণের জন্য।