Sambad Samakal

Kalighater Kaku: ২০০ কোটির মালিক! নিয়োগ দুর্নীতিতে জড়িত? কী দাবি কালীঘাটের কাকুর?

Jun 10, 2023 @ 6:30 pm
Kalighater Kaku: ২০০ কোটির মালিক! নিয়োগ দুর্নীতিতে জড়িত? কী দাবি কালীঘাটের কাকুর?

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে ইডি হেফাজতে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শনিবার হেফাজতে থাকাকালীন সাংবাদিকদের সামনে প্রথম মুখ খুললেন তিনি। নিয়োগ দুর্নীতির সঙ্গে তার কোনও যোগ নেই, এমনটাই দাবি করলেন কালীঘাটের কাকু।

এদিন সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে সুজয়কৃষ্ণ বলেন, “৮ বছর ধরে অভিষেকের কোম্পানিতে চাকরি করি। প্রতিটা পয়সার হিসেবে ইডিকে দিয়েছি। নিয়োগ দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।”

এরসঙ্গেই কালীঘাটের কাকুর আরও দাবি, “অভিষেককে ডেকে কোনও লাভ নেই।” সত্যিই কি ২০০ কোটির মালিক তিনি? কালীঘাটের কাকু বলেন, “টাকা থাকতেই পারে। তাতে ইডি কি! আদানি-আম্বানির কত টাকা জানেন!”

Related Articles