নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে শুক্রবার সকাল সাড়ে ১১টার আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছলেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইনকাম ট্যাক্স সংক্রান্ত একাধিক নথি নিয়ে তাঁকে নিয়ে আসতে বলা হয়েছিল।
ইডি দফতরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী বলেন, “আমি নির্বাচনী প্রচারে ছিলাম। ৪৮ ঘণ্টার নোটিশে আমায় ডেকে পাঠানো হয়েছিল। আমি আমার সাধ্যমত তদন্তকারীদের সঙ্গে ১০০ শতাংশ সহযোগিতা করব।” এখন দেখার ইডি দফতরে ঠিক কতক্ষণ ধরে জেরা চলে যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষের।