পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় ঘুরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্ত্রাসের অভিযোগ জানানোর জন্য রাজভবনে খুলেছেন ‘শান্তি কক্ষ’। রাজ্যপালের এই ধরনের কর্মকাণ্ডকে এবার সরাসরি সংবিধান বিরোধী বলে তোপ দাগলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, “এর আগেও অনেক রাজ্যপাল দেখেছি, যাঁরা রাজ্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। কিন্তু রাজ্যপালের এমন অতিসক্রিয় রূপ আগে দেখিনি। আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়টি রাজ্য সরকারের কাজ। কিন্তু রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত ভাবে এর মধ্যেও ঢুকে পড়ছেন। রাজভবনে অভিযোগ কেন্দ্র খুলেছেন। অন্য কোনও রাজ্যে এমনটা হয়েছে শুনিনি। সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ করছেন।”