পঞ্চায়েত ভোটের মাত্র চার দিন বাকি। আর তার আগেই ফের প্রাণহানির ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া এলাকায়। রবিবার গভীর রাতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক যুবকের৷ গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছেন আরও এক যুবক।
পুলিশ সূত্রে খবর, হাড়োয়ার কুচিপোড়া এলাকায় রবিবার গভীর রাতে তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। দেখা যায়, ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দু’ই যুবক। বসিরহাট থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। জানা যাচ্ছে, বোমা বাঁধার কাজ করার সময়েই আচমকা বিস্ফোরণ হয়। কে বা কারা এর পেছনে রয়েছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।