ভোট পূর্ববর্তী হিংসায় মৃত্যু হল আরও ১ জনের। এবার মুর্শিদাবাদের রানিনগর। শুক্রবার সকালে রায়পুর গ্রামে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। নিহত কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মণ্ডল। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অভিযোগ, এদিন সকালে দুষ্কৃতীরা অরবিন্দ মণ্ডলের বাড়িতে চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ইসলামপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।