তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবার এমন অভিযোগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
আদালতে শুভেন্দু জানান, বৃহস্পতিবার রাতে তাঁকে নোটিশ দিয়েছে কাঁথি পুলিশ। সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই শুক্রবার আদালতে যান শুভেন্দু। দুপুরেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হওয়ার কথা।