পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। ১৪৪ ধারা জারি থাকার কথা বলে বারবার ভাঙড়ে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে আরএসএস বিধায়ক নওশাদ সিদ্দিকিকে! এবার সেই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন তিনি।
নওশাদের অভিযোগ, বিধায়ক হিসেবে ভাঙড়ে তিনি যেতে চাইছেন। কিন্তু ১৪৪ ধারা জারি থাকার অজুহাতে পুলিশ বারবার বাধা দিচ্ছে। এতে তাঁর গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে বলে দাবি করেছেন নওশাদ। বিচারপতি জয় সেনগুপ্ত প্রাথমিকভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে।