Sambad Samakal

Mamata: কলকাতা পুলিশে বিপুল নিয়োগ! আর কী সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে?

Jul 24, 2023 @ 7:07 pm
Mamata: কলকাতা পুলিশে বিপুল নিয়োগ! আর কী সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে?

সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে কলকাতা পুলিশে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, প্রায় আড়াই হাজার কনস্টেবল নিয়োগ পেতে চলেছেন কলকাতা পুলিশে। রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগ সম্পন্ন করবে।

এছাড়াও এদিন মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মালদহ জেলায় গ্রিন বেসড ডিস্টিলারি তৈরি করা হবে। যেখানে ইথানল উৎপাদন করা হবে। অন্যদিকে, দার্জিলিংয়ের নিউ চামটায় ১৯ একর জমির ওপরে টি-রিসর্ট তৈরি হবে। একটি বেসরকারি সংস্থাকে ৯৯ বছরের জন্য লিজ দেবে সরকার। দার্জিলিং উন্নয়ন বোর্ডের মাধ্যমে হোম-স্টেগুলোকে পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এছাড়াও জেলার সাংবাদিকদের জন্য হাউসিং সোসাইটির ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। বার্ষিক ১ টাকা ভাড়ার বিনিময়ে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হবে বাড়ি। এতদিন শুধুমাত্র কলকাতার সাংবাদিকদের জন্য এই সুবিধা ছিল। এবার তাই চালু হতে চলেছে জেলার সাংবাদিকদের জন্যও।

Related Articles