Sambad Samakal

Bangladesh Film Festival: বিশ্বমঞ্চে কীভাবে এগোবে বাংলা সিনেমা? কী বার্তা বাংলাদেশ চলচ্চিত্র উৎসব থেকে?

Jul 28, 2023 @ 9:11 am
Bangladesh Film Festival: বিশ্বমঞ্চে কীভাবে এগোবে বাংলা সিনেমা? কী বার্তা বাংলাদেশ চলচ্চিত্র উৎসব থেকে?

“নয়া ডিজিটাল প্ল্যাটফর্মের হাত ধরে দুই বাংলার অভিনেতা অভিনেত্রীরা আরও জনপ্রিয় হয়ে উঠছেন।” কলকাতায় ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সূচনা করে এমনটাই দাবি করলেন বাংলাদেশের তথ্য-সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুই বাংলার শিল্পীদের যৌথ প্রচেষ্টায় বিশ্বের দরবারে বাংলা সিনেমাকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার কলকাতার নন্দনে উদ্বোধন হয়ে গেল এই ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। আগামী ২৯ থেকে ৩১ তারিখ পর্যন্ত নন্দন ১ ও ২ প্রেক্ষাগৃহে মোট ২৪টি সিনেমা দেখানো হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মাহমুদ ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা প্রখ্যাত নাট্য ব্যাক্তিত্ব ব্রাত্য বসু, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, বাংলাদেশের সংসদ সদস্য আরমা দত্ত, কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস সহ বিশিষ্ট অতিথিরা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “সংস্কৃতির চর্চা কোনও কাঁটাতার মানে না। দুই বাংলার মানুষ আবার নতুন করে চলচ্চিত্রের প্রতি উৎসাহ দেখাচ্ছেন। যা সকলের কাছেই অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”

চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন, “বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের মাধ্যমে শহর কলকাতার মানুষ নতুন নতুন বাংলাদেশি সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন। যা এককথায় অভিনব। আগামীদিনে এই উৎসবের কলেবর আরও বাড়লে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমী দর্শকরাই উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি।”

ফিরদৌস আহমেদ, পূর্ণিমা, অরুণা বিশ্বাস সহ বাংলাদেশের অন্যান্য প্রখ্যাত চলচ্চিত্র তারকাদের উপস্থিতি এই সূচনা অনুষ্ঠানের জৌলুস বাড়িয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মন কেড়েছে এপার বাংলার শিল্পী রূপঙ্করের গান।

Related Articles