Sambad Samakal

Buddhadeb Bhattacharjee: করা গেল না বুকের সিটি স্ক্যান, কতটা সংকটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Jul 30, 2023 @ 5:01 pm
Buddhadeb Bhattacharjee: করা গেল না বুকের সিটি স্ক্যান, কতটা সংকটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী?

দ্বিমত ছিলই। সংকটজনক অবস্থায় বুকের সিটি স্ক্যানের জন্য বর্ষীয়ান রোগীকে নাড়াচাড়া করানো কতটা যুক্তিসঙ্গত হবে, সেবিষয়ে প্রশ্ন ছিল বুদ্ধদেব ভট্টাচার্যর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের মধ্যেই। শেষপর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে স্থগিত রাখা হল সিটি স্ক্যানের সিদ্ধান্ত। উডল্যান্ড হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেডিক্যাল বোর্ডে থাকা চিকিৎসক কৌশিক চক্রবর্তী রবিবার দুপুরে জানান, “আপাতত সিটি স্ক্যান করানো হচ্ছে না। ২৪ থেকে ৩৬ ঘণ্টা সময় দিতে চাই যাতে তিনি স্থিতিশীল হতে পারেন। তার পর প্রয়োজন বুঝে সিটি স্ক্যান করব। বুদ্ধদেববাবুর সংক্রমণ নিয়ন্ত্রণ কেমন হয়, কৃত্রিম ভাবে যে অক্সিজেন দেওয়া হচ্ছে তার প্রয়োজন কমে কি না, তা দেখে সোম, মঙ্গলবারের মধ্যে আগামী কর্মপন্থা ঠিক করা হবে। পরিস্থিতি যেমন আশা করছি, তেমন থাকলে তাঁকে আগামিদিনে ভেন্টিলেশন সাপোর্ট ক্রমশ কমিয়ে সেখান থেকে বার করার চেষ্টা করা হবে।’’

তবে শনিবার রাত থেকে রবিবার বিকেলে খবর লেখা পর্যন্ত সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এদিন বুদ্ধদেবকে দেখে গিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল। ইকো কার্ডিয়োগ্রাম করিয়েছেন চিকিৎসক ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। সেই রিপোর্ট ভালো বলে জানিয়েছেন ডা. কৌশিক চক্রবর্তী। তিনি বলেন, ‘‘বুদ্ধদেববাবুর হৃদযন্ত্র বেশ ভালো কাজ করছে। তাই ফুসফুসের অবস্থা খারাপ থাকলেও উনি লড়ে যাচ্ছেন। শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিন দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে খাবার দেওয়া হচ্ছে। কোনও সমস্যা ছাড়াই তাঁর খাদ্যনালী দিয়ে খাবার শরীরে ঢুকছে। এটা পজিটিভ লক্ষণ।’’

Related Articles