Sambad Samakal

Mamata Banerjee: উত্তরবঙ্গেও আইডি হাসপাতাল! কী জানালেন মুখ্যমন্ত্রী?

Jul 31, 2023 @ 1:46 pm
Mamata Banerjee: উত্তরবঙ্গেও আইডি হাসপাতাল! কী জানালেন মুখ্যমন্ত্রী?

কলকতার বেলেঘাটার মতো সংক্রামক রোগের চিকিৎসায় এবার উত্তরবঙ্গেও আইডি হাসপাতাল গড়ার কথা ভাবছে সরকার। সোমবার বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানভায় এদিন প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা বলেন, সংক্রামক রোগের চিকিৎসার জন্য উত্তরবঙ্গেও একটি আইডি হাসপাতাল তৈরি করা হবে।

যে কোনো সংক্রামক রোগের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। সংক্রমণের চিকিৎসার জন্য একাধিক উন্নত এবং আধুনিক প্রযুক্তির বন্দোবস্ত এই হাসপাতালটিতে আছে। কিন্তু উত্তরবঙ্গে এই ধরনের কোনো হাসপাতাল না থাকায় সমস্যায় পড়তে হয় রোগীদের। পাশাপাশি বেলেঘাটা আইডির ওপর চাপও বাড়ে। সেই কারণেই রাজ্য সরকারের এই পরিকল্পনা বলে জানান মুখ্যমন্ত্রী।

Related Articles