Sambad Samakal

Dengue: রাজ্যে কেন বাড়ছে ডেঙ্গু? কী যুক্তি মুখ্যমন্ত্রীর?

Jul 31, 2023 @ 2:19 pm
Dengue: রাজ্যে কেন বাড়ছে ডেঙ্গু? কী যুক্তি মুখ্যমন্ত্রীর?

রাজ্যে ডেঙ্গু কেন বাড়ছে, সোমবার বিধানসভায় তার কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গুর বাড়বাড়ন্তের জন্য একদিকে পঞ্চায়েতের বোর্ড গঠন না হওয়া এবং অন্যদিকে মেট্রো রেলের জন্য খোঁড়াখুঁড়িকে দায়ী করলেন তিনি।

মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। এদিন বিধানসভায় অধিবেশন কক্ষে ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়ে বিজেপি বিধায়কদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। জবাবে মমতা বলেন, ‘‘পঞ্চায়েত বোর্ড গঠন না হওয়ার কারণেই সমস্যা হচ্ছে। পঞ্চায়েত কাজ করতে পারছে না।’’ ফলে ডেঙ্গু মোকাবিলায় দ্রুত পঞ্চায়েত বোর্ড গঠনের পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি বিধাননগরের মতো শহুরে এলাকায় ডেঙ্গুর থাবার জন্য তিনি দায়ী করেছেন মেট্রোর কাজকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিধাননগরের মেট্রোর কাজের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। তাই সেখানে জল জমে ডেঙ্গু বেশি হচ্ছে।’’

Related Articles