Sambad Samakal

Weather: রাজ্যজুড়ে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমলা-হলুদ সতর্কতা জারি কোন কোন জেলায়?

Aug 1, 2023 @ 8:34 am
Weather: রাজ্যজুড়ে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমলা-হলুদ সতর্কতা জারি কোন কোন জেলায়?

মঙ্গলবার সকাল থেকেই মেঘলা শহর কলকাতার আকাশ। রাজ্যজুড়ে তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। একাধিক জেলায় জারি হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার দু-একটি স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনা,কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই বৃষ্টির জেরে এক ধাক্কায় কশেক ডিগ্রি নেমে যাবে তাপমাত্রার পারদও।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ।

Related Articles