Sambad Samakal

Bikash Sinha: না ফেরার দেশে পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ

Aug 11, 2023 @ 12:06 pm
Bikash Sinha: না ফেরার দেশে পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ

না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট পরমাণু পদার্থবিজ্ঞানী, পদ্মভূষণ বিকাশ সিংহ। শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহা ইনস্টিটিউটের এই প্রাক্তন প্রধান। বয়স হয়েছিল ৭৮ বছর।

মুর্শিদাবাদের কান্দি রাজ পরিবারের সন্তান, পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ ‘সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স’-এর অধিকর্তা পদে ছিলেন। ছিলেন, ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’-এর ‘হোমি ভাবা অধ্যাপক’ পদেও। গবেষণার পাশাপাশি নিরবচ্ছিন্ন ভাবে আমজনতার মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারেও কাজ করে গিয়েছেন এই বিজ্ঞানী। ২০১০ সালে ‘পদ্মভূষণ’ সম্মান পান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে সিলেবাস কমিটির উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিল।

প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পরে উচ্চতর পঠনপাঠনের জন্য ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বিকাশ। দেশে ফিরে এসে যোগ দিয়েছিলেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার’ (বার্ক)-এ। কলকাতায় ‘বার্ক’-এর ‘ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার’-এর প্রতিষ্ঠা এবং সেটিকে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি।

Related Articles