Sambad Samakal

Mamata: ভাতা বাড়ছে ইমাম-মোয়াজ্জেম-পুরোহিতদের! কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

Aug 21, 2023 @ 6:03 pm
Mamata: ভাতা বাড়ছে ইমাম-মোয়াজ্জেম-পুরোহিতদের! কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের ইমাম-মোয়াজ্জেম ও পুরোহিতদের সরকারি ভাতার পরিমাণ বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, প্রবল আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও সরকার ৫০০ টাকা করে ভাতা বাড়নোর সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ এখন থেকে ইমামরা মাসে ৩ হাজার টাকা ও মোয়াজ্জেমরা ১ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। মন্দিরের পুরোহিতরাও মাসে ৫০০ টাকা করে অতিরিক্ত ভাতা পাবেন।

এরসঙ্গেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বিজেপি নিশানা করে বলেন, “আমাদের কাছে খবর আছে, বিজেপির কিছু নেতা সংখ্যালঘুদের মধ্যে ভাগাভাগি করার জন্য নগদ টাকা তুলে দিচ্ছে। সমস্ত ইমাম ও মোয়াজ্জেমদের আমি অনুরোধ করব, যে গদ্দাররা বিজেপির কাছ থেকে টাকা খেয়ে আপনাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করবে, তাদের থেকে দূরে থাকুন। দাঙ্গা লাগাতে দেবেননা। শান্তি-সম্প্রীতির পরিবেশ বজায় রাখুন।”

Related Articles