Sambad Samakal

TMC: নদিয়ার নাকাশিপাড়ায় খুন তৃণমূল কর্মী! জখম আরও ২, কাদের দিকে অভিযোগের তীর?

Aug 30, 2023 @ 2:35 pm
TMC: নদিয়ার নাকাশিপাড়ায় খুন তৃণমূল কর্মী! জখম আরও ২, কাদের দিকে অভিযোগের তীর?

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার নাকাশিপাড়া! জানা যাচ্ছে, বুধবার সকালে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী মতিয়াজুল দফাদারের। এছাড়াও মৃত তৃণমূল কর্মীর দাদা সহ আরও এক জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ওই এলাকায় বাম-কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। এরপরেই বুধবার সকালে তৃণমূল কর্মী মতিয়াজুল দফাদারের বাড়িতে চড়াও হয় এক দল দুষ্কৃতি। এই ঘটনায় তৃণমূলেরই বিপক্ষ গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

Related Articles