Sambad Samakal

Mamata: এক লাফে মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার! কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

Sep 7, 2023 @ 3:59 pm
Mamata: এক লাফে মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার! কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

এক লাফে পশ্চিমবঙ্গের মন্ত্রী বিধায়কদের বেতন বাড়ল ৪০ হাজার টাকা! বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখন থেকে লাখ টাকার ওপরে বেতন পেতে চলেছেন বাংলার মন্ত্রী বিধায়করা।

এতদিন পর্যন্ত বিধায়করা ১০ হাজার টাকা ও মন্ত্রীরা ১১ হাজার টাকা করে বেতন পেতেন। এবার থেকে সেই টাকার পরিমাণ এক ধাক্কায় ৪০ হাজার টাকা করে বেড়ে গেল। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যের বিধায়ক-মন্ত্রীরা অন্য রাজ্যের তুলনায় অনেক কম বেতন পেতেন। থাকা-খাওয়ার খরচ বেড়েছে। আমরা তাই কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

প্রসঙ্গত, মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা মিলিয়ে এই মুহূর্তে ৮০/৮২ হাজার টাকা করে পেতেন বিধায়ক মন্ত্রীরা। এখন থেকে সাধারণ বিধায়করা পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা, রাষ্ট্রমন্ত্রীরা পাবেন ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা ও পূর্ণমন্ত্রীরা পাবেন ১ লক্ষ ৫০ হাজার টাকা।

Related Articles