রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে অরাজকতা তৈরি করছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। এই অভিযোগ তুলে শুক্রবার কলকাতার রাজভবনের সামনে ধরনা-বিক্ষোভে প্রাক্তন উপাচার্যদের সংগঠন ‘এডুকেশনিষ্ট ফোরাম’। এদিন রাজভবনের উত্তর গেটের সামনে সংক্ষিপ্ত মিছিলও করেন তাঁরা।
সংগঠনের তরফে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, “আমরা রাজভবনের ভেতরে গিয়ে কথা বলতে চাইনা। লিখিত আকারে আমাদের প্রতিবাদের কথা পৌঁছে দেব। বংলার রাজ্যপাল অন্যায়ভাবে, সংবিধানের সমস্ত নিয়মনীতি অগ্রাহ্য করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছেন। যতক্ষণ না তিনি একাজ বন্ধ করছেন, ততক্ষণ এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।”