দমদমে পরপর ডেঙ্গুতে মৃত্যু হল দুই জনের। শনিবার মশা বাহিত এই রোগে মৃত্যু হয়েছে এক কিশোরীর এবং এক পুলিশ কর্মীর। দুই জনেই দমদমের বাসিন্দা। স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
মৃতদের নাম মধু সিংহ (১৬) এবং প্রীতম ভৌমিক (৩৪)। দমদম মতিঝিলের বাসিন্দা মধু। জ্বরে আক্রান্ত মধুকে প্রথমে দমদমের পুর হাসপাতাল, তারপর কলেজস্ট্রিটের একটি হাসপাতালে এবং শেষে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে ভর্তি থাকা অবস্থায় শনিবার মধুর মৃত্যু হয়।
অন্যদিকে মৃত প্রীতম দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দেবীনিবাস রোডের বাসিন্দা ছিলেন। তিনি দমদম থানায় অস্থায়ী পদে কর্মরত ছিলেন। জ্বরে ভুগছিলেন তিনি। শুক্রবার নাগেরবাজারের কাছে একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই শনিবার তাঁর মৃত্যু হয়। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি হেমারেজিকের উল্লেখ রয়েছে।