১১ দিনের জন্য বিদেশ সফের উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল সকাল কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান তিনি। যদিও নির্ধারিত সময়ের থেকে প্রায় দেড় ঘণ্টা দেরি হয় বিমান ছাড়তে৷ সেই সময়েই কলকাতা বিমানবন্দরে থাকা বিশ্ববাংলার বিপণীতে ঢুকে পড়েন তিনি। সেখানে থাকা ছোট্ট একটি দূর্গা মূর্তির চক্ষুদানও করেন মমতা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় শিল্প টানতেই তাঁর এই বিদেশ সফর। স্পেনের ভারী শিল্পকে বাংলার মাটিতে আসার আহ্বান জানাবেন তিনি। এছাড়াও সাংস্কৃতিক ও ক্রিড়া জগতের মধ্যেও সমন্বয় সাধন করার চেষ্টা চালাবেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের প্রতিনিধি, বাংলার তিন ফুটবল ক্লাবের প্রতিনিধি ও সাংবাদিকরা।