নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির ডাকে সারা দিয়ে জেরার মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকেই ‘বাঘের বাচ্চা’র সঙ্গে তুলনা করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ইন্ডিয়ার বৈঠকে যাতে অভিষেক যোগ না দিতে পারে, তাই আজকেই তাকে ডাকা হয়েছে। আমি ধন্যবাদ জানাই অভিষেককে, যে ও বাঘের বাচ্চার মত তদন্তের মুখোমুখি হয়েছে। চাইলেই একটা চিটি লিখে ইন্ডিয়ার মিটিংয়ের কথা বলতে পারত। কিন্তু সেটা করেনি। আমারা এজেন্সিকে সম্মান করি। তবে কেন্দ্রীয় সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে, তাদের ব্যবহার করছে।”