নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি তলবের জেরে দিল্লিতে ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকে যোগ দিতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার বিরুদ্ধে অভিনব প্রতিবাদের সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট। শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, বৈঠকে অভিষেকের নামে একটি ফাঁকা চেয়ার রাখা হবে। যেহেতু তিনি বৈঠকে যোগ দিতে পারেননি, তাই এই প্রতিবাদ।
শিনসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেন, “কেন্দ্রীয় সরকার চায়নি, অভিষেক ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিক। তাই ইডিকে দিয়ে তলব করা হয়েছে। প্রতীকী ফাঁকা চেয়ার রেখপ আমরা এটাই জানাতে চাইছি যে, মোদি সরকার লাগাতার ইন্ডিয়া জোটের নেতাদের হেনস্তা করছে।”